করোনা কেড়ে নিলো কবরীকেও

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৭, ২০২১, ০৬:৫৫ এএম

করোনা কেড়ে নিলো কবরীকেও

বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেত্রী সারাহ বেগম কবরী মারা গেছেন। ঢাকার সিনেমার ‘মিষ্টি মেয়ে’ নামে পরিচিত ছিলেন তিনি। কয়েক দশক কবরী সক্রিয় ছিলেন সিনেমায়। এরপর ক্যামেরার সামনে থেকে চলে গিয়েছিলেন পেছনে, পরিচালকের আসনে। এখন চলে গেলেন দৃশ্যের বাইরের জগতে। যেখান থেকে কেউ ফেরে না কোনোদিন। মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ দিনের জীবনযুদ্ধ শেষে কিংবদন্তী অভিনেত্রী চলে গেলেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার রাত ১২টা ২০মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ডাক্তাররা জানান, কবরী আর নেই। তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

তার বয়স হয়েছিল ৭০ বছর। কবরীর ছেলে শাকের চিশতী খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

কবরী খুসখুসে কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে করোনার নমুনা পরীক্ষার জন্য দেন। পরে ৫ এপ্রিল দুপুরে পরীক্ষার ফল হাতে পেলে জানতে পারেন, তিনি করোনা পজিটিভ। ওই রাতেই তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ৭ এপ্রিল দিবাগত রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। অবশেষে ৮ এপ্রিল দুপুরে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে কবরীর জন্য আইসিইউ পাওয়া যায়।

বৃহস্পতিবার বিকেলে কবরীকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। করোনা কেড়ে নিয়েছে বাংলা সিনেমার মিষ্টি মেয়ে খ্যাত নায়িকা কবরীকে। তার মৃত্যুসংবাদে শোকের ছায়া নেমে এসেছে ঢাকার সাংস্কৃতিক অঙ্গনে। 

রাষ্ট্রপতির শোক

কবরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার রাতে এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘কবরী ছিলেন বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যু দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। বাংলা চলচ্চিত্রের বিকাশে তার অবদান মানুষ আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

রাষ্ট্রপতি মরহুমা সারাহ বেগম কবরীর রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রীর শোক

কবরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাতে (১৭ এপ্রিল) দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এদেশের চলচ্চিত্রে কবরী এক উজ্জ্বল নক্ষত্র। অভিনয়ের পাশাপাশি রাজনীতি ও সংস্কৃতি অঙ্গনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Link copied!