করোনা নিয়ন্ত্রণে সফল বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২১, ০৬:৪৪ পিএম

করোনা নিয়ন্ত্রণে সফল বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ সফলতা অর্জন করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি। রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নবনিয়োগকৃত অ্যানেস্থেসিওলজির জুনিয়র কনসালটেন্টদের অরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন ।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'দেশে এখন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এটা ম্যাজিকের মাধ্যমে সম্ভব হয়নি। এটা চিকিৎসক ও সবার সম্মিলিত প্রচেষ্টায় হয়েছে’। বর্তমানে দেশে করোনা সংক্রমণের হার ৭. ০৩ শতাংশ হলেও যে কোনো সময় বাড়তে পারে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের সচেতন হতে হবে’।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘দেশে অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু ঘটেনি। যেমনটা ভারতে ঘটেছে। করোনা নিয়ন্ত্রণে সফলতা অর্জন করেছে বাংলাদেশ যেটা বিশ্বের বিভিন্ন দেশে করতে পারেনি। ভারত, আমেরিকা এবং যুক্তরাজ্যেও করোনা নিয়ন্ত্রণ করতে করতে পারেনি’।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, 'দেশে করোনা নিয়ন্ত্রণে আছে বলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। একই কারণে আমাদের অর্থনৈতিক অবস্থাও অনেক ভালো আছে’।

দেশে অ্যানেস্থেসিওলজিস্টদের সংকট আছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'অ্যানেস্থেসিওলজিস্ট নিয়োগটি দ্রুত সময়ের মধ্যে দেওয়া হয়েছে। আগামীতেও অ্যানেস্থেসিওলজিস্ট নিয়োগ দেওয়া হবে। আগামীতে এই সংকট আর থাকবে না।'

স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক আবুল বাশার খুরশীদ, স্বাস্থ্য ও শিক্ষা সচিব আলী নূর, অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা, অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরফুউদ্দিন আহমেদ স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব এম এ আজিজসহ স্বাস্থ্য অধিদপ্তর কর্মকর্তারা।

Link copied!