কাতার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৮, ২০২৩, ০৭:৩৬ পিএম

কাতার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আসছে ২৩ মে কাতার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির আমন্ত্রণে তিনি তিনদিনের সফরে দেশটিতে যাচ্ছেন।

বৃহস্পতিবার (১৮ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন এ তথ্য জানান।

প্রস্তাবিত সূচি মতে, ২৩ মে সরকার প্রধান দোহার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবেন। প্রস্তুতি চূড়ান্ত করতে এরইমধ্যে প্রধানমন্ত্রীর সফরের অ্যাডভান্স টিম দোহায় পৌঁছেছে। প্রধানমন্ত্রী ২৬ মে পর্যন্ত কাতারে অবস্থান করবেন। সফরকালে কাতারের আমীর এবং প্রধানমন্ত্রীর সাথে সরকার প্রধানের অনানুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, আসছে ২৩ থেকে ২৫ মে কাতারের দোহায় ‘তৃতীয় কাতার ইকোনোমিক ফোরাম: অ্যা নিউ গ্লোবাল গ্রোথ স্টোরি’ শীর্ষক একটি ফোরাম অনুষ্ঠিত হচ্ছে। মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ব্লুমবার্গের সাথে যৌথভাবে কাতার সরকার ওই ফোরামের আয়োজন করেছে। এই ফোরামে অংশ নিতে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান কাতারের আমির।

সেহেলী সাবরীন আরও জানান, এই ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, মন্ত্রীবর্গ, বিশিষ্ট অর্থনীতিবিদসহ প্রযুক্তি, অর্থ ও ব্যবসা খাতের বিশেষজ্ঞরা অংশ নেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদলও সেই ফোরামে অংশ নেবে।

সেহেলী সাবরীন বলেন, ফোরামটির মূল উদ্দেশ্য বিশ্বব্যাপী চলমান বহুমুখী চ্যালেঞ্জ ও সংকট এবং তা থেকে উদ্ভূত বিরূপ অর্থনৈতিক প্রতিক্রিয়া মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, কাতারে অনুষ্ঠিত হযে যাওয়া ওই ফোরামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ এস আল-সুদানি, জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি গারিবাশভিলি, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে, সৌদি আরবের বিনিয়োগমন্ত্রী খালিদ এ আল-ফালিহ ও অর্থমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল্লাহ আল-জাদান অংশগ্রহণ করবেন।

 

প্রসঙ্গত, জাতিসংঘ এলডিসি সম্মেলনে যোগ দিতে  দু’মাস ১৩ দিন আগে অর্থাৎ গত ৪-৮ মার্চ প্রধানমন্ত্রী সর্বশেষ কাতার সফর করেন। তবে ওই সফরে কাতারের আমীরের সাথে দেখা হলেও শিডিউল জটিলতায় দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত হয়নি।

Link copied!