কাপ্তান বাজারে সুইপার কলোনিতে আগুন; ৪ জন দগ্ধ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৭, ২০২৩, ০৩:৪৪ পিএম

কাপ্তান বাজারে সুইপার কলোনিতে আগুন; ৪ জন দগ্ধ

রাজধানীর কাপ্তান বাজার সুইপার কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারজন দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। 

রবিবার (২৬ মার্চ) দিবাগত রাত ৩টা ২০ মিনিটে এই আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিব জানান, রাজধানীর কাপ্তানবাজারের জয়কালী মন্দিরের কাছে সুইপার কলোনির টিনশেড ঘরে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে আরও তিনটি ইউনিট যোগ দেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। 

দগ্ধ চারজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- গীতা রানী দে (৬৫), কান্তা রানী (৬০),আফজাল হোসেন (৫২) ও রাজু (৩৬)।

রাজুর ভাতিজা শিবা জানান, তারা সুইপারের কাজ করেন। কলোনিতে থাকেন। ভোরে আগুন লাগার পর তারা দগ্ধ হন। তবে কীভাবে আগুন লেগেছে তা জানাতে পারেননি তিনি।

ঢাকা মেডিকেলে ইনচার্জ অফিসার বাচ্চু মিয়া জানান, কাপ্তানবাজার থেকে চার নারী-পুরুষকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তবে কার শরীরে কতটুকু দগ্ধ হয়েছে সে বিষয়ে এখনো জানা যায়নি।

Link copied!