কী ঘটেছিল কুসিক নির্বাচনের ফলাফলের শেষ মুহুর্তে!

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৬, ২০২২, ০১:৩৬ এএম

কী ঘটেছিল কুসিক নির্বাচনের ফলাফলের শেষ মুহুর্তে!

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ফলাফলের অন্তিম মূহেুর্তে চরম নাটকীয়তার সৃষ্টি হয়। এমনিতেই আলোচিত নির্বাচনটি ঘিরে সারাদেশের চোখ ছিল কুমিল্লার দিকে। ফলে বিকেলে ভোট শেষে যখন গণনা শুরু হয়, টানটান উত্তেজনা ছিল এ নিয়ে। ভোট গণনার শুরুর দিকে মনিরুল হক সাক্কুর পক্ষে থাকলেও এক পর্যায়ে পাশার দান ঘুরে যায়। জয়ের পথে হাঁটা শুরু করেন আরফানুল হক রিফাত। 

কিন্তু ঠিক সেই মুহূর্তেই কুমিল্লা সিটির নির্বাচনের ফলাফল ঘোষণা কেন্দ্রে ঘটে যায় নাটকীয় কিছু ঘটনা।

কী হয়েছিল সেই নাটকীয় মুহুর্তে? দ্য রিপোর্ট ডট লাইভ এর ভ্রাম্যমাণ প্রতিনিধি সেই ঘটনাবহুল রুদ্ধশ্বাস মূহুর্তের টাইমলাইন জানাচ্ছেন ফলাফল ঘোষণার ভেন্যু থেকে... 

রাত ৮.৩০

রির্টানিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বলেন, মেয়র প্রার্থীদের ভোট ফলাফল পরে জানানো হবে আগে জানানো হবে কাউন্সিলরদের ভোটের ফলাফল। এই নিয়ে শুরু হয় হট্টগোল। 

রাত ৮.৩৫

আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় থেকে ঘোষণা আসে, "এমপি সাহেব সকল নেতা-কর্মী ও সমর্থকদের শিল্পকলা তে চলে যেতে বলেছেন। যতক্ষণ পর্যন্ত ফলাফল ঘোষণা না হবে, পর্যন্ত সেখানে অবস্থান করবেন। এরপরই সমর্থকরা শিল্পকলার দিকে রওনা হন। 

একই সময় রির্টানিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বাথরুমে যাওয়ার কথা বলে পাঁচ মিনিটের বিরতিতে যান। ঠিক সময় ১০১টি কেন্দ্রের ফলাফলে সাক্কু ৫৪৯ ভোটে রিফাতের থেকে এগিয়ে ছিলেন।

রাত ৮.৪০

আরো বেশি হট্টগোল হলে পুলিশ ও আইনশৃ্খলা বাহিনীর সদস্যরা অডিটোরিয়ামের ভেতরে অবস্থান নেন।

রাত ৮.৪২

কুসিক নির্বাচনের ফলাফল জানতে হঠাৎ করেই নেতাকর্মীদের নিয়ে শিল্পকলা অডিটোরিমে আসেন বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র মেয়রপ্রার্থী মনিরুল হক সাক্কু।

রাত ৯.০০

রিফাতের সর্মথকরা স্লোগান দিতে দিতে নির্বাচনী ফলাফল কেন্দ্রে উপস্থিত হন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাক্কুর সামনে দাঁড়িয়ে টানা পাঁচ মিনিট তারা নৌকার তুমুল হর্ষধ্বনি দেন।

রাত ৯.১০

সাক্কু ও রিফাতের সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। 

রাত ৯.১৫

উত্তেজিত নেতাকর্মীদের থামাতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। 

রাত ৯.২০

পুলিশ সাক্কুকেও সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে তিনি ভোটের ফল না নিয়ে সেখান থেকে চলে যেতে অস্বীকৃতি জানান।

রাত ৯.২৫ 

উত্তেজিত সমর্থকদের নিয়ন্ত্রণে আনতে চালানো হয় পুলিশের লাঠিচার্জ।

রাত ৯.৩০

পরিস্থিতি শান্ত হওয়ার পর রিটার্নিং কর্মকর্তা জানান, তাঁরা সব কেন্দ্রের ফল পেয়ে গেছেন এবং শিগগিরই সেই ফল ঘোষণা করা হবে।

রাত ৯.৩৫

এরপরই রিটার্নিং কর্মকর্তা নৌকার প্রার্থী আরফানুল হক রিফাতকে মেয়র পদে বিজয়ী ঘোষণা করেন।

রাত ৯.৫০

গণমাধ্যম এর কাছে ভোট কারচুপিসহ নানা অভিযোগের কথা তুলে ধরে সাক্কু বলেন, এই ফলাফলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন তিনি।

রাত ৯.৫৫

কুমিল্লা ৬ আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার শিল্পকলার বাইরে গণমাধ্যমের সাথে নির্বাচনের ফলাফলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান।

Link copied!