কুমিল্লার ঘটনায় জড়িতরা চিহ্নিত: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৪, ২০২১, ০৪:৩৬ পিএম

কুমিল্লার ঘটনায় জড়িতরা চিহ্নিত: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লার ঘটনায় জড়িত কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। বৃহস্পতিবার (১৪ অক্টেবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে পুলিশ, বিজিবি ও র‌্যাব প্রধানসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বলেন, ‘কুমিল্লার ঘটনায় কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে’।

তিনি আরো বলেন, ‘এ ঘটনায় জড়িতদের আমরা অবশ্যই খুঁজে বের করব। ইতোমধ্যে এই ঘটনায় কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে‘। চিহ্নিতদের শীঘ্রই গ্রেপ্তার করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।  

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘বিষয়টি তদন্ত করছি। তদন্তের পর বিস্তারিত জানাতে পারব’। এসময় মন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত আমাদের মনে হয়েছে এটা উদ্দেশ্যমূলকভাবে কোনো স্বার্থান্বেষী মহলের কাজ’।

এর আগে, কুমিল্লা শহরে শারদীয় দুর্গাপূজার একটি মণ্ডপে বুধবার (১৩ অক্টেবর) পবিত্র কোরআন অবমাননার অভিযোগ ওঠে। 

Link copied!