কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচন ৭ অক্টোবর

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২, ২০২১, ০৫:৩১ পিএম

কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচন ৭ অক্টোবর

আওয়ামী লীগের সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে শূন্য হওয়া কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচন আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসি সচিব জানান, কুমিল্লা-৭ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর। মনোনয়ন বাছাই ১৪ সেপ্টেম্বর। প্রত্যাহার ১৯ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২০ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ হবে ৭ অক্টোবর।

এই সময় অন্যদের মধ্যে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবীর, যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান, যুগ্ম-সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

অধ্যাপক আলী আশরাফ আওয়ামী লীগের প্রার্থী  হিসেবে ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হন। ২০০০ সালে জয়ী হয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন। এছাড়াও তিনি নবম, দশম, একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের হয়ে কুমিল্লা-৭ আসন থেকে নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা সম্পাদক এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

চলতি বছরের গত ৩০ জুলাই অধ্যাপক আলী আশরাফ মারা গেলে কুমিল্লা-৭ আসন শূন্য হয়।

 

Link copied!