মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ও মাইজগাঁও রেল স্টেশনের মধ্যবর্তী ভাটেরা বাসস্যান্ড এলাকায় সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৫ জন গুরুতর আহত হয়েছেন আরো ৫ জন। রবিবার (৫ সেপেটম্বর) দুপুর সোয়া ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতায় অংশগ্রহণ করেছে। আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে কুলাউড়া জংশন স্টেশন মাস্টার মুহিবুল ইসলাম জানিয়েছেন, দূর্ঘটনাস্থল থেকে ট্রেনটি মাইক্রোবাসটিকে কয়েক কিলোমিটার ঠেলে নিয়ে যায়। ট্রেনের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। তিনি আরো জানান, ভাটেরা স্টেশনের অদূরে যে স্থানে ঘটনাটি ঘটেছে সেখানে রেলক্রসিং গেইট নেই। ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত ট্র্রেনটি বেলা ১১টা ৫০ মিনিটে কুলাউড়া ছেড়ে যায় এবং ১২টা ১৫ মিনিটের কাছাকাছি সময়ে ভাটেরায় ট্রেনের সাথে নোহা গাড়িটির সংঘর্ষ হয়’।
মাইজগাঁও স্টেশন মাস্টার মনির হোসেন বলেন, ‘পারাবত এক্সপ্রেসের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় ২ শিশু ও ২ জন বয়স্ক লোকের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৫ জন। এক ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে’।