জুন ১২, ২০২৩, ০২:২২ পিএম
বরিশালের ২১ নং ওয়ার্ডের গোরস্থান রোড মাদ্রাসা কেন্দ্রে ভোট দিতে আসা কাউন্সিলর প্রার্থী রাজীব ও মান্নার সমর্থকরা ভোটকেন্দ্রে ও বাইরে ভোটারদের কাছে ভোট চাচ্ছিলেন। একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।
ভোটকেন্দ্রের ভেতরে হাতাহাতির পর এক পর্যায়ে এপিবিএন ফোর্স এসে কেন্দ্রের সামনে থেকে উভয় কাউন্সিলের সমর্থকদের দূরে সরিয়ে দেয় এবং বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উভয় পক্ষের সমর্থকদের কেন্দ্র থেকে বের করে দেন।
এপিবিএন কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানায়, আমরা এখানে গোলযোগের খবর পেয়ে ছুটে এসেছি, এখন পরিস্থিতি স্বাভাবিক, দু পক্ষকে কেন্দ্রের সামনে থেকে সরিয়ে দেওয়া হয়েছে, অপ্রীতিকর ঘটনার খবর পেলেই আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি।
মোঃ শাহরিয়ার সাচিব (রাজিব) লাটিম মার্কা ও শেখ সাঈদ আহমেদ (মান্না) টিফিন বক্স মার্কায় কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।