কেন্দ্র পরিদর্শনের সময় হিরো আলমের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৭, ২০২৩, ০৪:০৭ পিএম

কেন্দ্র পরিদর্শনের সময় হিরো আলমের ওপর হামলা

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট কেন্দ্রে নিজের এজেন্টদের প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। এসময় আওয়ামী লীগের কর্মী ও সমর্থকরা তার ওপর হামলা করে বলেও তিনি জানান।

রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। সেখানে শারীরিক নির্যাতনের শিকার হন দেশের আলোচিত এই ইউটিউবার। একদল যুবক তাকে মারধর করে। 
এর আগে, অন্য একটি কেন্দ্র পরিদর্শন শেষে তার এজেন্টদের বেশ কয়েকটি  কেন্দ্রে ডুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন হিরো আলম।

তিনি বলেন,  “যারা আমার লোকদের বের করে দিয়েছেন, তাদের বুকে আওয়ামী লীগের ব্যাজ ছিল। আমি নির্বাচনে অংশ নেওয়ার শুরু থেকেই আওয়ামী লীগ আমার ওপর হামলা করছে।”

এজেন্ট বের করে দিয়ে তারা একতরফা সিল মারার পরিকল্পনা করছে অভিযোগ করে হিরো আলম বলেন, “ তবে এখন পর্যন্ত আমি সিল মারার ঘটনা শুনিনি। কিন্তু আমাদের এজেন্টদের বের করে দিচ্ছে এবং মারধর করছে। এই নির্বাচন সুষ্ঠু হবে কিনা আমরা তা জানি না।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, “অনেকে হয়তো বলবেন— হিরো আলম এজেন্ট দেন না। আমরা কিন্তু ঠিকই এজেন্ট দিয়েছি। আমাদের এজেন্টদের বের করে দিচ্ছে। এমনকি আমাদের নারীদের ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। একজনের মোবাইল ফোন নিয়ে গেছে। ভোটকেন্দ্রে তাদের কোনো গুরুত্বই নেই।” এসময় হিরো আলমের নির্বাচনি এজেন্ট মো. ইলিয়াস জানান, অন্তত ১০-১২টি কেন্দ্র থেকে তাদের এজেন্ট বের করে দেওয়া হয়েছে।

Link copied!