নভেম্বর ২১, ২০২১, ০৯:২৬ পিএম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার অধিকার নিশ্চিত করার দাবিতে মশাল মিছিল করেছে বিএনপি।
রবিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় রাজধানী কাকরাইল থেকে শান্তিনগর পর্যন্ত গিয়ে এই মিছিল শেষ হয়। মিছিল শেষে বিএনপির যুগ্মমহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলসহ দলের সমর্থক-কর্মী-নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এসময় সোহেল বলেন, যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি না দেয়া হয় তাহলে যে আগুন আজ মশালে জ্বলছে সে আগুন সারাদেশে ছড়িয়ে পড়বে। সে আগুনে ক্ষমতার মসনদ তছনচ হয়ে যাবে।অবলম্বে দেশনেত্রী কে বিদেশে সুচিকিৎসার জন্য যাবতীয় কার্যক্রম নেওয়ার জোর দাবি করছি।
মশাল মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সহ সভাপতি আলমগীর হাসান সোহান ও স্বেচ্ছাসেবকদলের স্বাস্থ্য সম্পাদক ডা. জাহিদুল কবির।
প্রসঙ্গত, চলতি বছরের গত ১২ অক্টোবর স্বাস্থ্যপরীক্ষা করার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিন সপ্তাহেরও বেশি সময় পর গত ৭ নভেম্বর হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। কিন্তু সপ্তাহ না ঘুরতেই শনিবার (১৩ নভেম্বর) তাকে আবার হাসপাতালে ভর্তি করার পর এখন সিসিইউতে রাখা হয়েছে।
সাবেক এই প্রধানমন্ত্রী আথ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দাঁত, চোখের প্রদাহ, হৃদরোগসহ বয়সজনিত নানা জটিলতায় ভুগছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
গত ২৫ অক্টোবর ২৫ অক্টোবর শরীরের টিউমার ধরা পড়ায় খালেদা জিয়ার বায়োপসি করা হয়।ওইসময় বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন খালেদা জিয়ার বায়োপসি রিপোর্টে ক্যান্সারের কোনো আলামত পাওয়া যায়নি।
দুর্নীতির মামলায় দণ্ডিত হলে খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে পাঠানো হয়। করোনার কারণে গত বছরের ২৫ মার্চ সরকার শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। এখন পর্যন্ত চারবার খালেদা জিয়ার মুক্তির সময় বাড়ানো হয়েছে।