খালেদা জিয়ার সাবেক পিএস শামসুল আলমের বিরুদ্ধে আইনি নোটিশ

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২১, ০১:১৪ এএম

খালেদা জিয়ার সাবেক পিএস শামসুল আলমের বিরুদ্ধে আইনি নোটিশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফর নিয়ে বিভিন্ন অপপ্রচার চালানোর অভিযোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক পিএস মোহাম্মদ শামসুল আলমের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন।

বুধবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট মোহাম্মদ ওমর ফারুক আসিফের মাধ্যমে এ লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য এডভোকেট শওকত আলী পাটওয়ারী তুহিন।

নোটিশে শামসুল আলমকে উদ্দেশ্য করে বলা হয়, ‘আপনি জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা ও সম্পূর্ণ বানোয়াট কথা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন। এর মাধ্যমে আপনি বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। আপনার এই স্ট্যাটাসে লিখিত ঘৃণ্য বক্তব্য গোটা বাংলাদেশের মানুষের প্রতি অবমাননাকর। এই বক্তব্যে বাংলাদেশের মানুষ আপনার উপর ক্ষিপ্ত ও বিক্ষুব্ধ। রাষ্ট্রবিরোধী এই ঔদ্ধত্যপূর্ণ স্ট্যাটাস বাংলাদেশের সকল মানুষকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি কর্মীকে আঘাত করেছে।’

এতে আরও উল্লেখ করা হয়, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সুযোগ্য কন্যা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে জঘন্য মিথ্যাচার ও মানহানিকর বক্তব্য ফেসবুক আইডিতে আপলোড করায় রাষ্ট্রদ্রোহীমূলক অপরাধ সংঘটিত হয়েছে। এটি ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর ধারা অনুযায়ী অপরাধ এবং অন্যান্য ফৌজদারী আইন অনুযায়ী অপরাধ।’

আইনি নোটিশের শেষে বলা হয়, ‘জনগণের কাছে ক্ষমা প্রার্থনা না করলে ফৌজদারী এবং দেওয়ানী অধিক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উল্লেখ্য, মোহাম্মদ শামসুল আলম গত ২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন।

Link copied!