খালেদা জিয়ার ১১ মামলার শুনানি ২০ অক্টোবর

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৪, ২০২১, ০৪:০৮ পিএম

খালেদা জিয়ার ১১ মামলার শুনানি ২০ অক্টোবর

নাশকতা ও রাষ্ট্রদ্রোহসহ নানা অভিযোগে রাজধানীর একাধিক থানায় দায়ের হওয়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ১১টি মামলার শুনানির তারিখ আগামী ২০ অক্টোবর ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (২৪ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস এ তারিখ ধার্য করেন।

২০২০ সালের ১০ আগস্ট খালেদা জিয়ার বিরুদ্ধে এসব মামলার শুনানির তারিখ ছিল। তবে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় শুনানির তারিখ পেছানো হয়।

বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে রাজধানীর দারুস সালাম থানায় করা নাশকতার ৮টি, যাত্রাবাড়ী থানায় ২টি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা রয়েছে।

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে ২০১৬ সালের ২৫ জানুয়ারি আদালতে রাষ্ট্রদ্রোহের মামলাটি দায়ের করা হয়। এর আগে, ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রোল বোমা হামলায় বাসের ২৯ যাত্রী দগ্ধ নিহত হন।  তাদের মধ্যে নূর আলম (৬০) নামে এক যাত্রীর মৃত্য হয়। এঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা করেন থানার উপ-পরিদর্শক এসআই কে এম নুরুজ্জামান। ওই বছরের ৬ মে খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক বশির আহমেদ।

এছাড়া, ২০১৫ সালে দারুস সালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আসামি করে ৮টি মামলা দায়ের করা হয়।

Link copied!