খুলনায় দিনদুপুরে গুলি করে আওয়ামী লীগ নেতাকে হত্যা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৪, ২০২৩, ০৭:৫২ পিএম

খুলনায় দিনদুপুরে গুলি করে আওয়ামী লীগ নেতাকে হত্যা

দিনদুপুরে গুলি করে হত্যা করা হয়েছে এক আওয়ামী লীগে নেতাবে। খুলনা মহানগরীর শিরোমনি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হয়েছেন। আজ শুক্রবার জুমার নামাজের পর ওই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন শেখ আনসার আলী। তিনি দীঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন। এ ছাড়াও তার নামে দীঘলিয়া থানায় একাধিক মামলা রয়েছে। আনসার দীঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ছিলেন।

স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে শিরোমনি এলাকার বাড়ি ফেরার পথে লিন্ডা ক্লিনিকের সামনে কয়েকজন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। তারা তাকে লক্ষ্য করে তিনটি গুলি করে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চেয়ারম্যান জাকির হত্যাকাণ্ডের পর বারাকপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে আনসার আলী স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। এরপর থেকে দীর্ঘদিন দীঘলিয়ার বারাকপুর এলাকায় ছিলেন না তিনি। পরে খুলনা মহানগরীর শিরোমনি এলাকায় গিয়ে বসবাস করতেন তিনি।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান বলেন, আনসার আলীকে তিনটি গুলি করা হয়েছে। সন্ত্রাসীরা ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। আনসার আলী একাধিক মামলার আসামি ছিলেন। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Link copied!