খুলনা ও বরিশাল বিভাগে একদিনে ৫৪ জনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২২, ২০২১, ০২:১৩ পিএম

খুলনা ও বরিশাল বিভাগে একদিনে ৫৪ জনের মৃত্যু

করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই বেড়ে চলেছে খুলনা বিভাগের বিভিন্ন জেলায়।প্রতিদিনই করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা বাড়ছে। অতিমাত্রার সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর লকডাউন শুরুর আগেই খুলনা জেলা ও সিটি করপোরেশনে লকডাউন চালু ছিল। তারপরও করোনা পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। এদিকে, বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় করোনায় দৈনিক মৃত্যু ও শনাক্তের সংখ্যা বাড়ছে।

খুলনা বিভাগে ৪০ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (২২ জুলাই) গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে আরও ৪০ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২১৩ জন।

বৃহস্পতিবার (২২ জুলাই) খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো করোনা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো দৈনিক করোনা প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় ৪০ জন মারা গেছেন। এনিয়ে খুলনা বিভাগের ১০ জেলায় মোট ২ হাজার ৬৩ জন মারা গেলেন।

ওই প্রতিবেদনে আরও বলা হয়,গত ২৪ ঘন্টায় মৃত ৪০ জনের মধ্যে কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে। মৃত অন্যদের মধ্যে খুলনা জেলায় ১০ জন,মেহেরপুরে ৮ জন, মাগুরায় ৪ জন, যশোরে ৩ জন ও ঝিনাইদহে ৩জন রয়েছেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের মধ্যে চুয়াডাঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। করোনা সংক্রমণের শুরু থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিভাগের ১০ জেলায় করোনা শনাক্ত হয়েছে মোট ৮৫ হাজার ১৭৪ জনের।   এছাড়া, করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ হাজার ১৩৫ জন।

বরিশাল বিভাগে প্রাণ গেল ১৪ জনের

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বরিশাল বিভিাগের বিভিন্ন  জেলায়  মোট ১৪ জন মারা গেছেন।  এনিয়ে এই বিভাগে মোট ৪০৭ জনের মৃত্যু হলো। বুধবার (২১ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।  

বৃহস্পতিবার (২২ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বরিশাল বিভাগে গত ২৪ ঘন্টায় মৃত ১৪ জনের মধ্যে করোনা পজিটিভ শনাক্ত ছিলেন ৮ জন। মৃত অন্য ৬ জন করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব আরও জানান, বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় নতুন করে ১৪৯ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এনিয়ে বিভাগে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২৭ নহাজার ৮১২ জন।  

Link copied!