গতবারের চেয়ে এবার সাড়ে ৮ লাখ পশু বেশি কোরবানি

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১১, ২০২২, ১১:১২ পিএম

গতবারের চেয়ে এবার সাড়ে ৮ লাখ পশু বেশি কোরবানি

এবারের ঈদুল আজহায় সারাদেশে প্রায় এক কোটি গবাদিপশু কোরবানি হয়েছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। তবে এ সংখ্যা শুধুমাত্র ঈদের দিন রবিবারের।

সোমবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “এ বছর সারাদেশে ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি গবাদিপশু কোরবানি হয়েছে, যা গত বছরের তুলনায় আট লাখ ৫৭ হাজার ৫২১টি বেশি।”

মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, চলতি বছর ঢাকা বিভাগে ২৪ লাখ ৯১ হাজার ৭৬৮টি গবাদিপশু কোরবানি হয়েছে। চট্টগ্রাম বিভাগে কোরবানি হয়েছে ২১ লাখ ২৮ হাজার ৪৫৯টি। 

এছাড়া, রাজশাহী বিভাগে ১৯ লাখ ৯৮ হাজার ১২৮টি, খুলনা বিভাগে ৯ লাখ ২৬ হাজার ২০৯টি, বরিশাল বিভাগে চার লাখ ৯৮ হাজার ৯৩৭টি, সিলেট বিভাগে তিন লাখ ৯২ হাজার ৫৮৩টি, রংপুর বিভাগে ১১ লাখ ৩৮ হাজার ৮৯৬টি, ময়মনসিংহ বিভাগে তিন লাখ ৭৫ হাজার ৭৮৩টি গবাদিপশু কোরবানি হয়েছে।

এদিকে, ঈদুল আজহায় ঈদের দিনসহ তিনদিন পশু কোরবানির বিধান থাকায়  গবাদিপশু কোরবানি সংখ্যার এক কোটি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, গত বছর সারাদেশে ৯০ লাখ ৯৩ হাজার ২৪২টি গবাদিপশু কোরবানি হয়েছিল।

Link copied!