ঈদুল আজহা

গরু আসলেও এখনো ক্রেতা শূন্য গাবতলী পশুর হাট

নিজস্ব প্রতিবেদক

জুন ২২, ২০২৩, ০৭:৩৪ পিএম

গরু আসলেও এখনো ক্রেতা শূন্য গাবতলী পশুর হাট

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

কোরবানির ঈদের বাকি আছে মাত্র ছয়দিন। ঈদকে সামনে রেখে রাজধানীর গাবতলী পশুর হাটে পর্যাপ্ত পশু সরবরাহ থাকলেও ক্রেতার দেখা মিলছে না এখনো! তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পশু নিয়ে আসা বিক্রেতাদের সময় কাটছে অপেক্ষায়, অলস গল্প করে। তবে বিক্রেতারা আশা করছেন, আগামীকাল শুক্রবার থেকে জমে উঠবে পশুর হাট। তাদের মুখেও ফিরবে হাসি।  

বৃহস্পতিবার (২২ জুন) গাবতলীর পশুর হাট ঘুরে দেখা যায় এমন চিত্র।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু এসেছে এই হাটে। তবে কুষ্টিয়া, ঝিনাইদহ, রাজবাড়ী ও ফরিদপুরের ব্যবসায়ীদের বেশি দেখা যাচ্ছে।

গাবতলী পশুর হাটে ২৬টি শংকর জাতের গরু নিয়ে এসেছেন ফরিদপুরের ব্যবসায়ী হামিদ। তার সবচেয়ে বড় গরুর ওজন সাড়ে ১২ মণ। তিনি ওই গরুর দাম হাঁকিয়েছেন ১৪ লাখ টাকা। এবার কেমন ব্যবসা হবে জানতে চাইলে তিনি দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, ২৬টি গরু নিয়ে গতকাল রাতে এসেছি। ক্রেতারা আসছেন দেখছেন।  তবে এখনো একটা গরুও বিক্রি করতে পারিনি। ক্রেতার সংখ্যাও অনেক কম দেখছি।  

ঝিনাইদহ থেকে দুটি গরু নিয়ে গাবতলী হাটে এসেছেন আব্দুর রশিদ। গরুর দাম চাচ্ছেন ১৪ ও ১৫ লাখ। বিশালদেহী শংকর জাতের এ গরু দেখতে ভিড় করছেন অনেকে।

রশিদ বলেন, ঝিনাইদহ থেকে দুটি গরু নিয়ে এসেছি। আমার নিজের গোয়ালের গরু। দামদরে মিললে গরু বিক্রি করে বাড়ি ফিরব। আরও গরু আনবেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, আমার নিজের গরু নিয়ে এসেছি। আর নিয়ে আসার ইচ্ছে নেই।

Link copied!