গুম-খুন, পুলিশ হেফাজতে হত্যার রেকর্ড বিএনপির নেই, আছে আওয়ামী লীগের

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৯, ২০২২, ১২:২৫ এএম

গুম-খুন, পুলিশ হেফাজতে হত্যার রেকর্ড বিএনপির নেই, আছে আওয়ামী লীগের

বিরোধী দলের নেতাকর্মীদের গুম-খুন, পুলিশি হেফাজতে হত্যার রেকর্ড বিএনপির নেই বলে মন্তেব্য করেছেন দলটির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।দেশে আইনের শাসন প্রতিষ্ঠত হলে, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা হলে আওয়ামী লীগের আগুন সন্ত্রাসীদের বিচারের আওতায় আনা হবে বলেও তিনি জানান।

মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাবদী মহিল দল আয়োজিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

বিএনপি কোনো সন্ত্রাসী দল নয় মন্তব্য করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘লগি-বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা, গুম-খুন, পুলিশ হেফাজতে হত্যা, পঙ্গু করে দেওয়ার রেকর্ড বিএনপির নেই। এটা আছে জোর করে ক্ষমতায় বসে থাকা আওয়ামী লীগের।’

আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন, তাদের সঙ্গে জনগণ নেই উল্লেখ করে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, ‘রাষ্ট্রীয় যন্ত্রের ব্যবহার ও তাদের দলীয় সন্ত্রাসীদের মাধ্যমে আওয়ামী লীগ আগুন সন্ত্রাস ঘটায়। কারা এসবে জড়িত, সব তথ্য প্রমাণ রেকর্ড আছে। যে দিন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা হবে তখন আগুন সন্ত্রাসীদের বিচারের সম্মুখীন করা হবে।’

আজকে আবারও আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার অপচেষ্টা চলছে মন্তব্য করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘কথা হচ্ছে আমাদের গণতান্ত্রিক আন্দোলনে সভা সমাবেশে লক্ষ লক্ষ মানুষ যোগ দিতে রাস্তায় নেমেছে, সমাবেশে যোগ দিচ্ছে সেখানে আমরা কেন সন্ত্রাস করব। সন্ত্রাসী তারা। তাদের একমাত্র পথই হচ্ছে সহিংসতা ও সন্ত্রাস।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে রাস্তায় নেমেছে এই সরকারের অধীনে নির্বাচন হবে না, নির্বাচন হতে দেওয়া হবে না।’

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, ‘বিএনপিও সিদ্ধান্ত নিয়েছে এই সরকারের অধীনে নির্বাচন হবে না, নির্বাচনে যাবে না। বরং গণআন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।’

আয়োজন সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান।

Link copied!