মার্চ ৮, ২০২৩, ০১:৪১ পিএম
রাজধানীর গুলিস্তানে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হওয়া ১০ জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।
বুধবার সকালে আহতদের সবশেষ অবস্থা জানাতে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। অধ্যাপক সামন্তলাল সেন বলেন, “ভর্তি হওয়া ওই ১০ জনের মধ্যে ২ জন নিবিঢ় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থা অনেক বেশি আশঙ্কাজনক। অন্যদের অবস্থাও আশঙ্কাজনক। তাদের শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গেছে বলে জানান শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এই সমন্বয়ক।
প্রসঙ্গত, মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে রাজধানীর গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে একটি পাঁচতলা ভবনের নিচতলায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা, আরেকটি পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। আর পাঁচতলা ভবনের নিচতলা বিধ্বস্ত হয়েছে।
বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৮জন।