চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সীমান প্রাচীর ধ্বসে আহত ৭

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৩, ২০২১, ০২:০০ এএম

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সীমান প্রাচীর ধ্বসে আহত ৭

চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সীমানা প্রাচীর ধ্বসে ৭ জন আহত হয়েছেন। রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের কোতোয়ালী থানার আদালত ভবনের প্রবেশপথে বাংলাদেশ ব্যাংকের সীমানা প্রাচীর গ্রিলসহ ধ্বসে পড়ে।  

আহতদের সবাই ভাসমান হকার ও পথচারী বলে জানা গেছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে ৫ জন হলেন, মো. বেলাল (৩৫), দীপক ধর (২৮), পলাশ (৫৫), মো. সেলিম (৩১) এবং সেন্টু মোহাম্মদ (২৮)। বাকী ২ জনের নাম এখনো জানা যায়নি। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার দুপুর ১২ টার দিকে ব্যাংক ভবনের ভেতর থেকে কাভার্ড ভ্যানটি বের হওয়ার সময় এর পেছনের অংশ দেওয়ালে ধাক্কা দেয়। এতে চার-পাঁচটি গ্রিলসহ দেয়ালের প্রায় ৩০ ফুট অংশ ধসে পড়ে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক জানান, ‘হাসপাতালে আনা ৭ জনের মধ্যে ২ জনকে ২৮ নম্বর ওয়ার্ডে এবং ৫ জনকে অপারেশন থিয়েটারে ভর্তি করা হয়েছে’।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশের দুটি টিম ঘটনাস্থলে গিয়েছে। দুর্ঘটনাটি কেন এবং কীভাবে ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় ইতোমধ্যে কাভার্ড ভ্যান চালককে আটক করা হয়েছে।

Link copied!