চন্দ্রিমায় জিয়ার লাশ থাকার প্রমাণ দিতে বললেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩০, ২০২১, ০৪:৪৬ পিএম

চন্দ্রিমায় জিয়ার লাশ থাকার প্রমাণ দিতে বললেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

চন্দ্রিমা উদ্যানের কবরে জিয়ার লাশ নেই বলে চ্যালেঞ্জ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। জিয়ার কফিনের মধ্যে কি ছিলো ছবি দেখিয়ে তা প্রমাণ করতে বলেন তিনি। সোমবার (৩০ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ওই কবরে জিয়ার লাশ নেই। জিয়ার কফিনের মধ্যে কি মানুষ ছিল, নাকি অন্যকিছু ছিল? প্রমাণ থাকলে ছবি দেখাতে হবে’। এ সময় মন্ত্রী বলেন, চন্দ্রিমা উদ্যানের কবরে জিয়াউর রহমানের মরদেহ নেই। তাকে ব্রাশফায়ার করে হত্যার পর মৃতদেহ পুড়িয়ে ফেলা হয়েছে।

 এ সময় মন্ত্রী আরো বলেন, জিয়ার কবরে তার লাশ নেই। থাকলে ডিএনএ টেস্ট করে প্রমাণ করুন। জাতীয় সংসদ এলাকায় জিয়ার কবরসহ লুই আই কানের নকশাবহির্ভূত সব কবর ও অবৈধ স্থাপনা অপসারণ করতে হবে।

 তিনি আরো বলেন, জাতির পিতাকে হত্যা করবে আবার মুক্তিযুদ্ধের খেতাবও থাকবে তা তো হতে পারে না। দালিলিক প্রমাণসাপেক্ষে জিয়াউর রহমানের খেতাবও বাতিল করা হবে।

 এর আগে গত ২৬ আগস্ট গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, সংসদ ভবনের আশপাশ থেকে জিয়ার কবরসহ সব স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য স্পিকার বরাবর আবেদন করা হয়েছে। সংসদ এলাকার সব অবৈধ স্থাপনা সরিয়ে দ্রুত সময়ের মধ্যে সংসদ এলাকাকে মূল নকশায় ফিরিয়ে আনার কাজ চলছে বলেও জানান তিনি।

 

 

Link copied!