চলতি মাসেই দেশে ফিরছেন রওশন এরশাদ

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৩, ২০২২, ০৩:২৪ এএম

চলতি মাসেই দেশে ফিরছেন রওশন এরশাদ

উন্নত চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। আগামী ২৭ জুন ব্যাংকক থেকে তার দেশে ফেরার কথা রয়েছে। বুধবার বিরোধী দলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, আগামী সোমবার (২৭ জুন) চিকিৎসা শেষে দেশে ফিরবেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় থাই এয়ারওয়েজের বিমানযোগে ব্যাংকক থেকে রওয়ানা হয়ে বেলা ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।

রওশন এরশাদের সঙ্গে দীর্ঘদিন অবস্থানকারী তার পুত্র রাহগীর আল মাহি (সাদ) এরশাদ এমপি ও পুত্রবধূ মাহিমা এরশাদ উপস্থিত থাকবেন বলেও তিনি জানান।

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য রওশন এরশাদকে থাইল্যান্ডে নেওয়া হয়। সেখানে তার সঙ্গে আছেন ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ ও পুত্রবধূ মাহিমা এরশাদ।

Link copied!