আগস্ট ২৫, ২০২২, ০৮:৪৪ এএম
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই ছাত্রীকে এক পুলিশ সদস্য উত্ত্যক্ত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়েটের প্রধান ফটক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার শিকার শিক্ষার্থীরা অভিযোগ করেন, সন্ধ্যায় মামা রেস্তোরাঁয় নাশতা করার সময় পাশের টেবিল থেকে চোখের ইশারায় অশালীন অঙ্গভঙ্গি করেন অভিযুক্ত পুলিশ সদস্য। এরপর সেখান থেকে বেরিয়ে আসার পরও উত্ত্যক্ত করার চেষ্টা করেন তিনি।
বিষয়টি জানার পর সাধারণ শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠেন। পরে ফাঁড়ি ও রাউজান থানার পুলিশ এসে ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা শফিকুলকে নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে ছুটে আসেন চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীম এবং রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন। এ সময় অভিযুক্ত শফিকুলকে শিক্ষার্থীরা পুলিশের ঊর্ধ্বতন এই দুই কর্মকর্তার হাতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘পুলিশ কর্মকর্তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, অভিযোগকারী ছাত্রীরা ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালকের উপস্থিতিতে পুলিশ সুপার, চট্টগ্রাম বরাবর শাস্তির আবেদন করেছেন। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।