ছাত্রদলের ৪৭ জনের বিরুদ্ধে মামলা দিল পুলিশ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১, ২০২১, ০১:৪৩ পিএম

ছাত্রদলের ৪৭ জনের বিরুদ্ধে মামলা দিল পুলিশ

জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশকে কেন্দ্র করে জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৪৭ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। রবিবার দুপুরে ওই সংঘর্ষের ঘটনার পর রাতে শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয় বলে ওসি মামুন-অর-রশীদ জানান। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি এবং কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে ওই সমাবেশ ডেকেছিল ছাত্রদল।

Chhatradal-2
আহত একজনকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ ভ্যানে। ছবি: দ্য রিপোর্ট

সোমবার সকালে গণমাধ্যকমকে তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে পুলিশকে মারধর, সরকারি কাজে বাধা, ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। “এজাহারে ৪৭ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে, আজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনের কথা উল্লেখ হয়েছে। তাদের মধ্যে ১২ জন গ্রেপ্তার আছে। তাদের আজ আদালতে পাঠানো হবে।” তবে আসামির তালিকায় কার কার নাম আছে, তা প্রকাশ করেননি শাহবাগ থানার ওসি।

Chhatradal-Police
নিজেদের এক আহত সদস্যকে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছে পুলিশ।ছবি: দ্য রিপোর্ট

ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় রবিবার ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ করতে প্রেসক্লাবের সামনে গেলে লাঠিপেটা করে ও কাঁদুনে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ছাত্রদলের নেতা-কর্মীরা বৃষ্টির মত ঢিল ছুড়তে শুরু করলে জাতীয় প্রেস ক্লাবের সামনের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে সেখান থেকে কয়েকজনকে আটকও করা হয়।

ওসি মামুন-অর-রশীদ বলেন, সংঘর্ষের সময় পুলিশসহ বেশ কয়েকজন আহত হন। প্রেসক্লাব সংলগ্ন অস্থায়ী পুলিশ বক্সের জানালাও ভাঙচুর করা হয়।

Link copied!