ফেব্রুয়ারি ২১, ২০২৩, ০২:৪৬ পিএম
মহান একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল দেওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহের কালীগঞ্জে স্থানীয় ছাত্রলীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ইট-পাটকেলের আঘাতে আহত হয়েছেন ৬ জন। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।
আহতরা হলেন-স্থানীয় ছাত্রলীগ কর্মী ইরফান রেজা রুকু ও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিনসহ ৬ জন। অবস্থার অবনতি হওয়ায় ছাত্রলীগ কর্মী ইরফান রাজা রুকুকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে সরকারি মাহতাব উদ্দিন কলেজের পেছনে এ ঘটনা ঘটে বলে দ্য রিপোর্ট ডট লাইভকে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্যা।
কালীগঞ্জ থানা পুলিশ সূত্র জানায়, সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা শহরের সরকারি মাহতাব উদ্দিন কলেজের শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে কলেজের পেছন গেট দিয়ে স্লোগান দিতে দিতে বেরিয়ে যান। এ সময় কলেজে ছাত্রলীগ নেতাকর্মীরাও স্লোগান দিতে থাকে। পরে বিএনপির নেতা-কর্মীরা কলেজের পেছনের সড়কে চলে গেলে তাদের উপর ইট-পাটকেল ছোড়া শুরু করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে বিপরীত দিক থেকে বিএনপির নেতা-কর্মীরাও ইট পাটকেল ছুড়তে থাকে। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার পর পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্যা দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, “সকালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বিএনপি নেতাকর্মীরা স্লোগান সহকারে শহীদ মিনার ত্যাগ করে। এসময় সেখানে থাকা ছাত্রলীগের নেতাকর্মীরাও স্লোগান দিতে থাকেন। পরে কেউ ইট পাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। ইট-পাটকেলের আঘাতে ৫-৬ জনের মতো আহত হয়েছেন। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানতে পেরেছি।”