ছারপোকা মারতে গিয়ে দুইবোনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২০, ২০২৩, ০৩:২৩ পিএম

ছারপোকা মারতে গিয়ে দুইবোনের মৃত্যু

ছারপোকার অত্যাচারে বাধ্য হয়ে কর্মক্ষেত্র থেকে ফিরে ছারপোকার ঔষধ ছিটিয়ে রাতে ঘুমাতে যান পোশাককর্মী দুই বোন রহিমা আক্তার ও ফজিলা আক্তার। পরদিন সকাল থেকেই তাদের শ্বাসকষ্ট শুরু হয়। দুপুরে হাসপাতালে নেওয়া হলে এক ঘণ্টার ব্যবধানে দুই বোনেরই মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন বন্দরটিলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পিরোজপুর জেলার মঠবাড়িয়ানিবাসী মো. ইদ্রিস আলীর মেয়ে এই দুইবোন চট্টগ্রামে ইপিজেড এলাকায় সোয়েটার তৈরির কারখানায় কাজ করতেন। 

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, অন্যান্য দিনের মতো বুধবার রাতে তারা কর্মস্থল থেকে বাসায় ফেরেন। রাতে বাসায় ছারপোকার ওষুধ ছিটান। এরপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।

মৃতদের বড়বোন নাজমা আক্তার জানান, বুধবার গভীর রাত থেকে দুই বোনের শ্বাসকষ্ট হচ্ছিল। পরে দুইজনই অসুস্থ হয়ে পড়েন। পরদিন সকালে আমি দ্রুত তাদের বন্দরটিলা হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে তাদের চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক। চমেক হাসপাতালে দুপুর দেড়টার দিকে ফজিলা ও বিকাল ৪টার দিকে রহিমা মারা যান।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, ময়নাতদন্ত করার জন্য মৃতদেহ রাখা হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Link copied!