নভেম্বর ১২, ২০২২, ১২:৪৬ পিএম
 
						
                            
                                                        রিজার্ভের টাকা জনগণের কল্যাণে খরচ করা হয়েছে; কেউ তুলে নিয়ে যায়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব ফেলেছে বলেও তিনি জানান।
শনিবার সকালে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়ালি ওই অনুষ্ঠানে যুক্ত হন।
বিএনপির আমলে রিজার্ভ ২ দশমিক ৯ বিলিয়ন ইউএস ডলার ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘পাঁচ বছর ক্ষমতায় থেকে তারা রিজার্ভ ৫ বিলিয়নের মতো বৃদ্ধি করেছিল। আমরা সেই রিজার্ভ ৪৮ বিলিয়নে পৌঁছাই।’
সরকারপ্রধান বলেন, ‘করোনা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতির পাশাপাশি আমাদের অর্থনীতিতেও প্রভাব পড়েছে। আমরা করোনার টিকা কিনে সেই টিকা বিনাপয়সায় দিয়েছি।’
রিজার্ভ জনগণের কল্যাণে খরচ হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘খাদ্যশস্য, জ্বালানি তেলসহ এখনও অনেক পণ্য আমদানি করতে হচ্ছে। যা কিছু আমদানি করতে হচ্ছে সব কিছুর দাম বেড়ে গেছে। রিজার্ভের অর্থ থেকে বিমান কেনা হয়েছে, নদীতে ড্রেজিং করা হয়েছে, উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করা হয়েছে।’ এসময় আওয়ামী লীগ সরকার একটা টাকাও অপচয় করে না, বরং সব টাকা জনগণের কল্যাণে খরচ করে বলেও তিনি মন্তব্য করেন।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বরের শুরুতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জন্য খসড়া ঋণ চুক্তির অনুমোদন দেন প্রধানমন্ত্রী।
২৪ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আবদুল্লাহপুর, আশুলিয়া, বাইপাইল এবং ইপিজেডকে যুক্ত করবে।চীনের সহায়তায় পরিচালিত এই প্রকল্পটি নির্মাণে খরচ হবে ১৬ হাজার ৯০০ কোটি টাকা।
 
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                    