জুন ৫, ২০২৩, ০২:৩২ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে পরিবেশকে বাঁচাতে গাছ লাগাতে হবে। এটা সবারই দায়িত্ব।
সোমবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন।
গণভবনে গাছের চারা লাগিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব যাতে বাংলাদেশের জন্য হুমকী না হয় সেজন্য সকলকে সচেতন থাকতে হবে। গাছ রোপন করতে হবে।
এ সময় জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় দেশবাসীকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।
পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী ও আইনমন্ত্রী আনিসুল হক এ সময় উপস্থিত ছিলেন।