অক্টোবর ১৪, ২০২১, ০৭:৩৭ পিএম
স্কটল্যান্ডের গ্লাসগোতে পহেলা নভেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩১ অক্টোবর যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন।
ইউরোপের সার্বিয়া ও রোমানিয়া সফর শেষে রাজধানীতে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬তম বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দেবেন। এবারের সম্মেলন স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী সেখানে বক্তব্য রাখবেন।’
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্বন নিঃসরণ কমাতে বিশ্বের দেশগুলো কি কর্মপরিকল্পনা নিয়েছে তা এই সম্মেলনে জানা যাবে।
বিশ্ব জলবায়ু সম্মেলন আগামী ১ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত গ্লাসগোতে অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা যোগ দেবেন বলে জানা গেছে।