জাতীয় নির্বাচনে অওয়ামী লীগ সব আসনেই ইভিএম চায়

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১০, ২০২২, ১১:৫৪ পিএম

জাতীয় নির্বাচনে অওয়ামী লীগ সব আসনেই ইভিএম চায়

আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ৩০০ আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চায় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট চায়। নির্বাচন কমিশন তার সক্ষমতা অনুযায়ী ব্যবস্থা নেবে। তারা যদি না পারে, সেটা ভিন্ন কথা।”

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে দলের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের বৈঠকের আগে ওবায়দুল কাদের বলেন, “সরকারের পদত্যাগ নয়, সংবিধান অনুযায়ী যথাসময়ে জাতীয় নির্বাচন হবে।এবারো বিএনপিকে দলের অস্তিত্ব রক্ষায় জাতীয় নির্বাচনে আসতেই হবে। নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোন সুযোগ নেই।” এসময় তিনি বিএনপিকে দর কষাকষি না করে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহবান জানান

তিনি বলেন, সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে হামলার পরিকল্পনার করা বিএনপির চর্চা। আওয়ামী লীগ অপসংস্কৃতি চর্চা করে না।

সোমবার এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদের ওপর হামলার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “কুমিল্লায় এলডিপি মহাসচিবের উপর হামলার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে। এখানে কাউকে ছাড় দেয়া হবে না।” 

সোমবার ইভিএম বিষয়ক সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ইভিএম তো পরের ব্যাপার, আগে পদত্যাগ। নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। তারপর নির্বাচন।”

বিএনপি মহাসচিবের এই বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “ইভিএম পরের ব্যাপার কেন? আপত্তি কোথায়? পৃথিবীর বহু দেশে ইভিএমে নির্বাচন হচ্ছে। আপনারা কি নির্বাচনে কারচুপি করতে চান? কারচুপি, জালিয়াতি এড়ানোর জন্যই ইভিএমের ব্যবস্থা হচ্ছে। এ ছাড়া আধুনিক আর কোনো পদ্ধতি নেই নির্বাচনে কারচুপি-জালিয়াতি ঠেকানোর।’

Link copied!