সেপ্টেম্বর ২১, ২০২১, ১০:৩১ পিএম
জাতীয় পতাকা বিকৃতির অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ১৯ শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রংপুরের চিফ মেট্রোপলিটন আদালত-২ এর বিচারক আল মেহবুবের আদালতে অভিযোগ গঠন করা হয়।
বাদীপক্ষের আইনজীবী রফিক হাসনাইন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, অভিযুক্তরা আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে ২০২০ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতীয় পতাকায় সবুজের ভেতরে লাল বৃত্তের পরিবর্তে চারকোনা করে তৈরি এবং পতাকাটি পায়ের নিচে লাগিয়ে ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয় বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় সংবিধান লঙ্ঘনের অভিযোগে ১৮ শিক্ষক ও এক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহমুদুল হক ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান।
মামলায় তাজহাট মেট্রোপলিটন থানা পুলিশ তদন্ত শেষে অভিযোগপত্র জমা দেয়। এ ছাড়া জাতীয় পতাকা বিকৃতি ও অবমাননার অভিযোগে আরও একটি মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আরিফ।