অব্যাহতি প্রত্যাহার চাইলেন রাঙ্গা

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৫, ২০২২, ০১:১২ পিএম

অব্যাহতি প্রত্যাহার চাইলেন রাঙ্গা

জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা অব্যাহতিপত্র প্রত্যাহার চেয়েছেন। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা জানান।

জাপার সম্মেলনের ইস্যু নিয়ে আমাকে দল থেকে অব্যাহতি দিয়েছে এমন মন্তব্য করে তিনি বলেন, দলটি গণতান্ত্রিক ধারায় চলছে না। সেজন্য দলের কিছু ধারা পরিবর্তন করতে হবে। যদি দিন পর্যন্ত ধারা পরিবর্তন হচ্ছে না, ততদিন পর্যন্ত জাতীয় পার্টিতে আর ভিড়বেন না তিনি।

রাঙ্গা বলেন, 'জাপার প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের চারপাশে কিছু মৌমাছির মতো নেতা রয়েছেনে। যারা নেতাকে কিছু কিছু বিষয়ে ভুল ভাবে ব্যাখ্যা করছেন।'

জাতীয় পার্টির সাবেক মহাসচিব আরও বলেন, 'আওয়ামী লীগের সাথে সমঝোতা করে জাতীয় পার্টি বিরোধী দলের অবস্থান করছে। অথচ বিভিন্ন সময়ে জাতীয় পার্টির বেশকিছু নেতা সরকারের উন্নয়ন মূলক কর্মকাণ্ড পদ্মা সেতুর বিরোধিতা করছেন। আমি (রাঙ্গা) সরকারের উন্নয়ন কাজের সমালোচনা না করায় জাতীয় পার্টির এক নেতা আমাকে হুমকি দিয়েছেন। আগামীতে আমি নাকি সংসদ আসনের মনোনয়ন পাব না। এমন হুমকি মোটেও কাম্য নয়।’

Link copied!