জাপার পাল্টা কমিটি, চেয়ারম্যান রওশন এরশাদ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৪, ২০২১, ০২:৫১ পিএম

জাপার পাল্টা কমিটি, চেয়ারম্যান রওশন এরশাদ

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে আজীবন চেয়ারম্যান ঘোষণা করে দলের পাল্টা কমিটি ঘোষণা করা হয়েছে।  

জাতীয় পার্টির এই নতুন কমিটিতে প্রয়াত প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ ও ছেলে সাদ এরশাদকে কো-চেয়ারম্যান এবং কাজী মামুনুর রশীদকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে ঘোষণা করা হয়।

বুধবার (১৪ জুলাই) রাজধানীর বারিধারায় প্রেসিডেন্ট পার্কে সকাল ১১ টার দিকে হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিলে এরশাদ-বিদিশার পুত্র এরিক এরশাদ  জাতীয় পার্টির নতুন এই কমিটির ঘোষণা দেন।

সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের স্মরণে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট।

প্রেসিডেন্ট পার্কে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে অসুস্থতাজনিত কারণে রওশন এরশাদ উপস্থিত ছিলেন না। তবে তার ছেলে রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ এরশাদসহ জাতীয় পার্টির অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরকে অবৈধ দাবি করে এরিক এরশাদ বলেন, ‘আমার বাবা যখন অসুস্থ তখন রাতের আধারে তাকে জিম্মি করে আমার চাচা জিএম কাদের দলের চেয়ারম্যান পদ লিখে নিয়েছেন। তার জন্যই জাতীয় পার্টি আজ ধ্বংসের মুখে। তিনি অবৈধ চেয়ারম্যান, আমরা তাকে মানি না।’

সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান এরিক এরশাদ আরও বলেন, ‘আমার মা রওশন এরশাদকে পার্টির চেয়ারম্যান এবং কো চেয়ারম্যান হিসেবে আরেক মা বিদিশা এরশাদ ও বড় ভাই রাহগির আল মাহি সাদ এরশাদের নাম ঘোষণা করছি। আর দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে ঘোষণা করছি হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদের নাম।’

পরে অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা নতুন কো চেয়ারম্যান বিদিশা এরশাদ ও সাদ এরশাদ এবং ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

Link copied!