জামিন পেলেন রন হক সিকদার

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২১, ০৩:৫৬ পিএম

জামিন পেলেন রন হক সিকদার

ঢাকায় নেমেই বিমানবন্দরে গ্রেপ্তার হওয়া সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদারকে জামিন দিয়েছেন আদালত। শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট আশেক ইমাম এই আদেশ দেন। গুলশান থানার একটি হত্যাচেষ্টা মামলায় তিনি পলাতক ছিলেন।

ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপকমিশনার মো. জাফর হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, এই মামলায় আদালত আসামি রন হক সিকদারকে পাঁচ হাজার টাকা মুচলেকায় আগামী ১০ মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন।

এর আগে আসামি রন হক সিকদারকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আসামির পক্ষেও জামিন চেয়ে আদালতে আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত রন হক সিকদারের জামিন মঞ্জুর করেন।

গত বছরের ১৯ মে গুলশান থানায় রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে ওই মামলা করে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ। এরপর থেকেই তারা পলাতক ছিলেন। মামলার পর ২৫ মে করোনা পরিস্থিতিতে বিধিনিষেধের মধ্যেই নিজেদের চার্টার্ড বিমানে করে থাইল্যান্ডে পাড়ি জমান দুই ভাই।

বাবার মৃত্যুর কারণে রন হক সিকদার ঢাকায় আসেন। শুক্রবার সকাল ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।ডিবির গুলশান বিভাগের উপকমিশনার মশিউর রহমানের নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে।

প্রসঙ্গত, ১০ ফেব্রুয়ারি সিকদার গ্রুপের চেয়ারম্যান ও রন-দিপু’র বাবা জয়নুল হক সিকদার মারা যান।

 

Link copied!