জিয়ার মাজারে পুলিশ-বিএনপি পাল্টাপাল্টি ধাওয়া সংঘর্ষ, আহত অর্ধশত

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৭, ২০২১, ১১:৪৩ এএম

জিয়ার মাজারে পুলিশ-বিএনপি পাল্টাপাল্টি ধাওয়া সংঘর্ষ, আহত অর্ধশত

রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দেয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ধাওয়া পাল্টা ধাওয়ার সময় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে বিএনপি নেতা আমান উল্লাহ আমান দাবি করেন। এ সময় অবশ্য কাউকে আটক করা হয়নি।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয়ে এ ঘটনা চলে প্রায় ৪৫ মিনিট। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে অভিযোগ করে বলা হয়, অনুমতি ছাড়াই অনেক লোক জড়ো হওয়ায় তারা বাধা দিতে গেলে বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর চড়াও হয়। এক পর্যায়ে তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশ বাধ্য হয়ে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

তবে পুলিশের এই বক্তব্য অস্বীকার করে বিএনপি নেতা ও ঢাকা উত্তর মহানগর উত্তর শাখা বিএনপির নতুন কমিটির আহবায়ক আমান উল্লাহ আমান ঘটনাস্থল থেকে গণমাধ্যমকে বলেন, ‘আমরা যথাযথ অনুমতি নিয়ে এখানে এসেছি।’ নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জের নিন্দা জানান বিএনপির এই নেতা।

আমান উল্লাহ আমান বলেন, ‘আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কথা ছিল। কিন্তু পুলিশ বিনা উস্কানিতে আমাদের ওপর হামলা করেছে। হঠাৎ রাবার বুলেট ছোড়ে এবং নেতাকর্মীদের ধাওয়া দেয়। এতে উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলামসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।’

জানা গেছে, পুলিশেরও দশজন সদস্য আহত হয়েছেন।

বিএনপি সূত্র জানায়, গত ২ আগস্ট ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার মেয়াদোত্তীর্ণ নির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করে ঘোষণা দেয় বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ শাখার কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামকে। অপরদিকে, ঢাকা মহানগর  উত্তর শাখার কমিটিতে আহ্বায়ক করা হয় আমান উল্লাহ আমানকে। ঢাকা মহনগরের এই দুই নতুন বিএনপি আহবায়ক কমিটির নেতারা আগের সিদ্ধান্ত অনুযায়ি মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গেলে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।

Link copied!