জুলহাস-তনয় হত্যা: চাকুরিচ্যুত মেজর জিয়াসহ ৬ জনের মৃত্যুদণ্ড

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩১, ২০২১, ০১:০৬ পিএম

জুলহাস-তনয় হত্যা: চাকুরিচ্যুত মেজর জিয়াসহ ৬ জনের মৃত্যুদণ্ড

রাজধানীর কলাবাগানে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু থিয়েটারকর্মী মাহবুব রাব্বী তনয় হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত আনসার আল ইসলামের (সাবেক নাম আনসারুল্লাহ বাংলা টিম) সামরিক শাখার প্রধান চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়াসহ ৬জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩১ আগস্ট) ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন।

মামলায় অভিযুক্ত ৮ আসামির মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-মেজর (চাকরিচ্যুত) সৈয়দ জিয়াউল জিয়া, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, আরাফাত রহমান, শেখ আব্দুল্লাহ, আকরাম হোসেন ও আসাদুল্লাহ। আসামিদের মধ্যে সাব্বিরুল হক চৌধুরী ও জুনাইদ আহমদ ওরফে মওলানা জুনায়েদ আহম্মেদ ওরফে জুনায়েদকে খালাস দেওয়া হয়েছে।

জুলহাস মান্নান ও তার বন্ধু থিয়েটারকর্মী মাহবুব রাব্বী তনয় ? ছবি: সংগৃহীত

আসামিদের মধ্যে মেজর (বরখাস্ত) জিয়া, সাব্বিরুল হক চৌধুরী, আকরাম হোসেন, মওলানা জুনায়েদ আহম্মেদ পলাতক রয়েছেন। অন্যরা কারাগারে আছেন।

এর আগে, গত ২৩ আগস্ট আসামিদের মধ্যে মোজাম্মেল হোসেন ওরফে সায়মন, মো. আরাফাত রহমান, মো. শেখ আবদুল্লাহ জোবায়ের ও আসাদুল্লাহকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ওইদিন উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান ৩১ আগস্ট মামলায় রায় ঘোষণার তারিখ ঠিক করেন। ওইদিন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম সারোয়ার খান গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছিলেন।

মামলার মোট ৮ আসামির মধ্যে পলাতক রয়েছেন চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক, আকরামহোসেন, সাব্বিরুল হক চৌধুরী ও মো. জুনাইদআহমদ।

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার সঙ্গে তার প্রটোকল কর্মকর্তা জুলহাস মান্নান। ছবি: সংগৃহীত

গত ২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে সমকামী অধিকারকর্মী জুলহাস মান্নান ও তার বন্ধু থিয়েটার কর্মী মাহবুব তনয়কে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায়  জুলহাসের বড় ভাই মিনহাজ মান্নান ইমন কলাবাগান থানায় একটা হত্যা মামলা দায়ের করেন। একই ঘটনায় কলাবাগান থানা পুলিশের পক্ষ থেকেও একটি অস্ত্র মামলা দায়ের করা হয়। হত্যা মামলার চার্জশিট হলেও অস্ত্র আইনে দায়ের হওয়া মামলাটির চার্জশিট এখনও দেওয়া হয়নি।

উল্লেখ্য, জুলহাস মান্নান বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার প্রটোকল কর্মকর্তা ছিলেন। অপরদিকে, রাজধানীর লোক নাট্যদলের শিশু সংগঠন পিপলস থিয়েটারের সঙ্গে জড়িত ছিলেন তনয়।

 

Link copied!