জেএমবি’র সিরিজ বোমা হামলায় ১৭ আসামির কারাদণ্ড

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২১, ০৫:২৯ পিএম

জেএমবি’র সিরিজ বোমা হামলায় ১৭ আসামির কারাদণ্ড

সাতক্ষীরায় পাঁচটি স্থানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেমবি’র সিরিজ বোমা হামলার ঘটনায় ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলায় ১৯ আসামির মধ্যে ৮ জনকে পৃথক মামলায় সর্বোচ্চ ১৩ বছর এবং অপর নয় জনকে ৯ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মামলার এক আসামি মারা গেছেন এবং আবুল খায়ের নামে একজনকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুস সামাদ জানান, ২০০৫ এর ১৭ আগস্ট দেশের ৬৩টি জেলায় একসঙ্গে বোমা হামলা চালায় জেএমবি। এর মধ্যে সাতক্ষীরা শহরের শহীদ রাজ্জাক পার্ক, জেলা জজ আদালত চত্বর, নারী ও শিশু নির্যাতন দমন আদালত চত্বর, বাস টার্মিনাল ও খুলনা মোড়ে একযোগে এই বোমা হামলা চালানো। ওইসময় নিষিদ্ধ লিফলেট ছড়ায় তারা। ঘটনার দিনই পুলিশ বাদী হয়ে পাঁচটি মামলা দায়ের করে।

পরবর্তীতে ২০০৭ সালে সাতক্ষীরা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোহাম্মদ বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করেন। এ সব মামলায় মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। পরে ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এসব মামলার বিচারকাজ শুরু করেন।

অ্যাডভোকেট আব্দুস সামাদ আরও জানান, আসামিদের মধ্যে শায়খ রহমান, বাংলা ভাই ও আতাউর রহমান সানির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় তাদেরকে এসব মামলার আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মনিরুজ্জামান মুন্না, মো. গিয়াস উদ্দিন, নুর আলী, মাহববর রহমান লিটন, হাবিবুর রহমান ইসমাইল, বিল্লাল হোসেন, মুনতাজ, রাকিব হোসেন, মনোয়ার হোসেন উজ্জ্বল, আসাদুর রহমান, আনিসুর রহমান, আলমগির হোসেন, নাসির উদ্দিন এবং পলাতক আসামিরা হলো, ফখরুদ্দিন আল রাজি, অসাদুজ্জামান সাইফুল ও নাঈমুদ্দিন।

Link copied!