নভেম্বর ১৭, ২০২১, ০২:২৫ পিএম
ঝালকাঠির সুগন্ধা নদীতে নোঙর করা ওয়েল ট্যাংকারে অগ্নিকাণ্ডে দগ্ধ হওয়ার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও ৫ জন শ্রমিক মারা গেছেন। এ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। ঝালকাঠির পদ্মা অয়েল কোম্পানীর ইনচার্জ মোহাম্মদ আখের আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শ্রমিকরা হলেন- রিপন শিকদার (৪০), মেহেদী হাসান (২৬), মোশারফ হোসেন রনি (২৭), শহীদ তালুকদার (৩৫) ও আশিক ইসলাম (৪০)। আর ঘটনার দিন মারা যান ট্যাংকারের সুকানি মো. কামরুল ইসলাম (৩৫)।
ঝালকাঠির পদ্মা ওয়েল কোম্পানির বিপপন শাখা সূত্রে জানা গেছে, শুক্রবার ( ১২ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে ঝালকাঠির পৌর খেয়াঘাট সংলগ্ন সুগন্ধা নদীর দক্ষিণপাড়ে নোঙর করা সাগর নন্দীনি ৩ নামের একটি ওয়েল ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই একজনের মৃত্যু হলেও দগ্ধ হয়েছে আরও ৭ জন শ্রমিক। পড়ে আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে পড়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
সেখানে তাদের অবস্থার অবনতি হলে ৭ জনকেই ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
ঝালকাঠির পদ্মা অয়েল কোম্পানীর ইনচার্জ মোহাম্মদ আখের আলী জানান, অগ্নিকাণ্ডের পরপরই ট্যাংকারটি অন্যত্র সরিয়ে নিয়ে নিরাপদে রাখা হয়েছে। পদ্মা ওয়েল কোম্পানির আরেকটি ট্যাংকারের মাধ্যমে অগ্নিকাণ্ড কবলিত ট্যাংকার থেকে ৯ লাখ ২৩ হাজার লিটার ডিজেল খালাস করা হয়।
দূর্ঘটনার দিন ট্যাংকারে ১৩ জন স্টাফ থাকলে তার মধ্যে দগ্ধ হন ৮ জন। এর মধ্যে আবার ৬ জনের মৃত্যু হলে বাকি দুইজন সুস্থ হয়ে হাসপাতাল থেকে রিলিজ নিয়েছেন বলেও জানান তিনি।