টঙ্গীতে বগি লাইনচ্যুত, রাজধানীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২১, ২০২১, ০৬:০৩ পিএম

টঙ্গীতে বগি লাইনচ্যুত, রাজধানীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

টঙ্গীর রেলওয়ে জংশন এলাকায় একটি মালবাহী ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনায় রাজধানীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বিমানবন্দর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. হালিমুজ্জামান দ্য রিপোর্ট ডট লাইভকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্টেশনমাস্টার হালিমুজ্জামান জানান, মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী ট্রেনটি টঙ্গী এলাকায় পৌঁছালে লাইনচ্যুত হয়। এতে রাজধানীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায়  কোনো হতাহতের ঘটনা ঘটেনি জানিয়ে তিনি আরও বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রিলিফ ট্রেন গিয়ে উদ্ধার কাজ শুরু করলে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হবে বলেও তিনি জানান।

Link copied!