টাঙ্গাইলের বৈরাণ নদীর খনন কাজে অনিয়মের অভিযোগে মানববন্ধন

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৩, ২০২১, ০৫:২৩ পিএম

টাঙ্গাইলের বৈরাণ নদীর খনন কাজে অনিয়মের অভিযোগে মানববন্ধন

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার উপর দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী বৈরাণ নদীতে খননকাজ চলছে। কিন্তু এই খননকাজ চলছে অপরিকল্পিত ও নানা অনিয়মের মাধ্যমে। অভিযোগ ওঠেছে, এতে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছেন স্থানীয়রা। কারণ টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড এই খননকাজ পরিচালনা করছে।

বৃহস্পতিবার দুপুরে গোপালপুর পৌরবাসীর ব্যানারে বাসস্ট্যান্ড মোড়ে চত্বরে নদীর খননকাজের অনিয়মের প্রতিবাদে এক মানববন্ধন করেন স্থানীয় জনগণ।

নদী খননে অনিয়ম দূর না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় অধিবাসীরা। ছবি: দ্য রিপোর্ট

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গোপালপুর পৌরসভার উত্তর ও দক্ষিণাংশে শুষ্ক মৌসুম সঠিক মাপে নদীর খননকাজ শেষ করেছে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু একটি স্বার্থান্বেষী মহলের ইঙ্গিতে পৌরশহরের নন্দনপুর থেকে গোপালপুর বাজার পর্যন্ত সবচে বেদখল হওয়া নদীর দুইপাশ দখলমুক্তসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ না করে সরু খালের মতো করে খনন কাজ চালানো হচ্ছে। নদীর মাটি তুলে সেই মাটি পানির মধ্যেই ফেলা হচ্ছে।

বক্তারা নদীর ওই অংশটুকু শুষ্ক মৌসুমে ম্যাপ অনুযায়ী সঠিক মাপে খনন কাজ সস্পন্ন করে বৈরাণ নদীর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে জোর দাবি জানিয়েছেন। তাদের এ দাবি না মানা হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ার দিয়েছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, গোপালপুর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি নূর নবী সোহাগ, পৌরবাসীর পক্ষে মো. হাবিব, সুজন, আতিকুর রহমান সুজন, মুকুল হোসেন প্রমূখ।

Link copied!