সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২২-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম হাসিব নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
বাতিল হয়েছে ১ টি ভোট
এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। নির্বাচনে ১৭২২ জন ভোটারের মধ্যে ১৪৫৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন আর ১ জনের ভোট বাতিল হয়। ডিআরইউর ২০২২ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, ১২টি সম্পাদকীয় ও সাতটি কার্যনির্বাহী সদস্যসহ ২১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৩ জন। তাদের মধ্যে অপ্যায়ন সম্পাদক মুহাম্মদ আখতারুজ্জামান, তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ সম্পাদক পদে কামাল মোশাররফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিভিন্ন পদে নির্বাচিত যারা
অন্যদিকে সহ-সভাপতি পদে ওসমান গনি বাবুল, যুগ্ম-সম্পাদক পদে শাহনাপ পারভীন, সাংগঠনিক সম্পাদক পদে আবদুল্লাহ আল কাফি, অর্থ সম্পাদক পদে এস এম এ কালাম, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আখি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা, সাংস্কৃতিক সম্পাদক পদে নাদিয়া শারমিন, কল্যান সম্পাদক পদে কামরুজ্জামান বাবুল বিজয়ী হয়েছেন।
সদস্য নির্বাচিত হয়েছেন যারা
এছাড়া কার্যনির্বাহী সদস্য সাতটি পদে নির্বাচনে হাসান জাবেদ,মাহমুদুল হাসান, মোহসিন বেপারী,মো. আল আমিন, তানভীর আহমেদ, ছলিম উল্লাহ মেজবাহ, এসকে রেজা পারভেজ নির্বাচিত হয়েছেন।