ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকা থেকে ১৭ হাজার ৮৬৫ দশমিক ২৬ মেট্রিক টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। ঈদের দিন থেকে আজ দুপুর আড়াইটা পর্যন্ত এ বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।
শনিবার (১ জুলাই) দুপুরে নগর ভবনের শীতলক্ষ্যা হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
মিজানুর রহমান জানান, চার হাজার ৫২টি ট্রিপে ওই পরিমাণ বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে অপসারণ করা হয়েছে।
এ বছর কোরবানির ঈদ ঘিরে আট ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও সাড়ে ১১ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) শতভাগ পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থা দুটি।
এর আগে, বৈরী ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের শতভাগ কোরবানির বর্জ্য অপসারণের কাজ সম্পূর্ণ করা হয়েছে বলে জানান ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস।
ঈদের প্রথম ও দ্বিতীয় দিন নিয়ন্ত্রণ কক্ষে বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করেন তিনি।
করপোরেশন ও ঢাকাবাসীর যৌথ অংশীদারত্বের ফলে বর্জ্য অপসারণে সফল হয়েছে বলেও গণমাধ্যমকে জানান ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস।