ডেঙ্গুর চিকিৎসার জন্য প্রস্তুত নয় হাসপাতালগুলো

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১, ২০২১, ০৮:৩৩ পিএম

ডেঙ্গুর চিকিৎসার জন্য প্রস্তুত নয় হাসপাতালগুলো

দুই দিন ধরে ১০৪ ডিগ্রি জ্বরে ভুগছে আতিকুল ইসলাম। তার বাবা তাকে নিয়ে প্রথমে মুগদা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল নিয়ে গেলে মেলেনি চিকিৎসা। বলা হয় এখানে ডেঙ্গুর চিকিৎসা করা হচ্ছে না। পথে পথে ঘুরে পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসাপাতালে এসে ভর্তি করতে পারে ছেলেকে।

ছেলেকে নিয়ে এই কষ্টের কথা জানান বাবা ইফতেখারুল ইসলাম। তিনি বলেন, ’দুইদিন ধরে ওর ১০৩-১০৪ জ্বর। কোন মতেই কমছে না জ্বর। সকালে মুগদাতে নিয়ে গেলে ডাক্তার দেখে বলে ডেঙ্গু হয়েছে। কিন্তু তারা ভর্তি না করে বলে ঢাকা মেডিকেলে নিয়ে যেতে। ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তারা বলে আমরা ডেঙ্গুর চিকিৎসা করছি না। কোথায় করছে জিগাসা করলে তারা বলে বাইরে দেখেন আমরা এই বিষয়ে জানিনা। পরে একজন বললো মিটফোর্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। তার কথা শুনেই এখানে আসছি’।

কেনো ডেঙ্গু রোগির চিকিৎসা দেয়া হচ্ছে না জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক দ্য রির্পোটকে বলেন, ’আমাদের এখানে আপাতত ডেঙ্গু চিকিৎসা বন্ধ রয়েছে। কারন আমরা ডেডিকেটেড করোনা হাসপাতাল হিসেবে রুপান্তরিত হয়েছি। তবে করোনার পাশাপাশি কেউ যদি ডেঙ্গুতে আক্রান্ত হয় তার চিকিৎসা আমরা করছি। এর সংখ্যাও খুব বেশি না। এখন পর্যন্ত ২-৪ জন পেয়েছি আমরা’।

একই কথা জানান শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের কতৃপক্ষ। এ বিষয়ে হাসপাতালের পরিচালক প্রফেসর ড. এ. কে. এম. মুজিবুর রহমান দ্য রির্পোটকে বলেন, ‘আমাদের সোহরাওয়ার্দী হাসপাতালকে ডেডিকেটেড করোনা হাসপাতাল করা হয়েছে। সেজন্য আমরা কোন ডেঙ্গু রোগি ভর্তি নিচ্ছি না’। 

তবে সরকারি নির্দেশনা আসলে দ্রুত ডেঙ্গুর জন্য প্রস্তুতি নিবে বলে জানিয়েছে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের কতৃপক্ষ। হাসপাতালের পরিচালক ডাক্তার অসীম কুমার নাথ দ্য রির্পোটকে বলেন, ’ডেঙ্গু বিষয়ে আমাদের এখন পর্যন্ত কোন প্রস্তুতি নেই। তবে যদি সরকারি কোন নির্দেশনা আসে যে ডেঙ্গু চিকিৎসা করাতে হবে সে ক্ষেত্রে আমরা প্রস্তুতি গ্রহণ করবো। আর ডেঙ্গুর জন্য তেমন কোন প্রস্তুতির প্রয়োজন হয়না, শুধুমাত্র বেড আর জনবলের প্রয়োজন। যা দ্রুত সময়ের মধ্যে তৈরি করা সম্ভব’।

করোনা ডেডিকেটেড হাসপাতাল হলেও ডেঙ্গুর জন্য আলাদা সেল করার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল। এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মো. নজরুল ইসলাম খান দ্য রির্পোটকে বলেন, ’আমরা ডেডিকেটেড কোভিড হাসপাতাল। কিন্ত করোনার পাশাপাশি যেহেতু ডেঙ্গুর প্রোকোপও বৃদ্ধি পাচ্ছে, তাই আমরা মেডিসিন ও শিশু বিভাগে আলাদা করে ডেঙ্গুর জন্য সেল তৈরি করেছি’।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পাশাপাশি ডেঙ্গু চিকিৎসার জন্য পুরোপুরি প্রস্তুত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসাপাতাল। নন কোভিড হাসপাতাল হওয়ার কারণে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানায় হাসপাতাল কতৃপক্ষ। এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী রশিদ উন নবি দ্য রির্পোটকে বলেন, ’আমাদের পরিপূর্ণ প্রস্তুতি রয়েছে। ২৯ জুলাই থেকে আমরা ডেঙ্গু রোগি ভর্তি করা শুরু করেছি। এখন পর্যন্ত ১০৯ জন রোগি ভর্তি হয়েছে আমাদের হাসপাতালে। এটি বড় কোন সংখ্যা নয়, তবে এর দ্বিগুণ তিনগুন রোগি যদি ভর্তি করানোর প্রয়োজন হয় সেই ব্যবস্থাও আমরা গ্রহণ করে রেখেছি’।

তবে ৬টি হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড হাসাপাতাল করা হচ্ছে বলে জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম দ্য রির্পোটকে বলেন, ’আমরা ৬টি হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে পরিনত করছি। যেহেতু করোনার প্রোকোপ এখনো অনেক বেশি তাই অনেক হাসপাতালই ডেঙ্গু রোগির চিকিৎসা করতে চাচ্ছে না। তারপরও আমরা হাসপাতালগুলোর সাথে কথা বলেছি, যদি ডেঙ্গুর প্রোকোপ বেড়ে যায় তবে যেনো হাসপাতালগুলো চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করে’।

Link copied!