ডেঙ্গু শূন্যের কোটায় না আসা পর্যন্ত অভিযানের ঘোষণা মেয়র আতিকের

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২১, ২০২১, ০১:১৯ পিএম

ডেঙ্গু শূন্যের কোটায় না আসা পর্যন্ত অভিযানের ঘোষণা মেয়র আতিকের

ডেঙ্গু শূন্যের কোটায় না নামা পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। শনিবার (২১শে আগস্ট) রাজধানীর কল্যাণপুর এলাকায় ডেঙ্গু ও এডিস মশা নিয়ন্ত্রণ অভিযানে গিয়ে এ কথা বলেন তিনি।

এ সময় মেয়র বলেন, 'এটা একটি সামাজিক আন্দোলন। আমরা প্রত্যেকে এই আন্দোলন করে যাচ্ছি এবং এটি সব সময় অব্যাহত থাকবে। শুধু শনিবার নয় আমরা প্রায় প্রত্যেকদিনই বিভিন্ন নির্মাণাধীন ভবন, বাসা বাড়ির ছাদ ও গ্যারেজে অভিযান চালাচ্ছি। যাতে খুব দ্রুত এডিস মশা নিয়ন্ত্রণে আনতে পারি। আমরা এর কিছুটা সুফলও পেয়েছি'।

মেয়র আতিক আরও বলেন,'আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা আজকে ১১ নম্বর ওয়ার্ডে কল্যাণপুর গার্লস স্কুল সহ প্রায় ১৪-১৫টা বাড়িতে অভিযান চালাই। এই অভিযানে আমরা মাত্র ১টি বাড়িতে এডিস মশার লার্ভা পেয়েছি। আমরা আজকে যে জিনিসটা দেখলাম প্রত্যেকে সচেতন হচ্ছে। প্রত্যেকটি বাড়িতে পানি পরিষ্কার করে রাখা হচ্ছে, পাশাপাশি যে পাত্র গুলোতে পানি জমার সম্ভাবনা রয়েছে সে পাত্র গুলো উল্টিয়ে রাখা হয়েছে'।

সকলের সহযোগিতা না পেলে দ্রুততার সঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বলে জানিয়ে মেয়র আতিক বলেন, 'অনেক বাসায় আমি জিজ্ঞাসা করলাম, কারা এ পাত্র গুলো উল্টে রেখেছে। তারা আমাকে বললেন সিটি করপোরেশনের লোকজন এসে উল্টে রেখে গেছে। আমি বলতে চাই, সিটি করপোরেশনের লোক তার কাজ করবে পাশাপাশি আমাদের সকলকে এগিয়ে আসতে হবে নইলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না'।

অভিযানের পাশাপাশি আর কোন কাজের চিন্তা করা হচ্ছে কিনা জানতে চাইলে মেয়র আতিক বলেন, আমরা এখন থেকে প্রত্যেক ওয়ার্ডে খালি জমির তালিকা তৈরি করছি। সেই তালিকা অনুযায়ী আমরা যাদের খালি জমি আছে তাদের প্রত্যেকের কাছে চিঠি পাঠাবো, যেন তারা দ্রুততার সাথে সেই খালি জমির মধ্যেকার ডোবা ও জলাশয়গুলো পরিষ্কার করে ফেলে।

Link copied!