ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডোপ টেস্ট করা হবে

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২, ২০২১, ১২:৫২ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডোপ টেস্ট করা  হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের 'ডোপ টেস্টের' আওতায় আনতে সাত সদস্যের একটি কমিটির অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। 

মঙ্গলবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য মো. আখতারুজ্জামান সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক মাদকাসক্তদের চিহ্নিত করতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়৷ ডোপ টেস্টের কাজ কী প্রক্রিয়ায় করা হবে, এর জন্য কী ধরনের সুযোগ-সুবিধা থাকা দরকার, তা পর্যালোচনা করতে কমিটি গঠন করা হয়৷ গতকাল সিন্ডিকেট এটির অনুমোদন দেয়।'

এছাড়া সিন্ডিকেট সভায় শিক্ষাছুটি নিয়ে বিদেশে পিএইচডি করতে গিয়ে নির্ধারিত সময়ে না ফেরা এবং বিশ্ববিদ্যালয়ের পাওনা অর্থ পরিশোধ না করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক নাফিজ জামানকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়।

প্রসঙ্গত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মাদকাসক্তদের চিহ্নিত করতে সকলপর্যায়ে ডোপ টেস্ট কার্যক্রম চালুর তাগিদ দেয়।

গত রবিবার জাতীয় সংসদে কমিটির এক বৈঠকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বছরে একবার এবং পাশাপাশি কলেজ-বিশ্ববিদ্যালয়েও ডোপ টেস্টের তাগিদ দেওয়া হয়।

এর আগে, গত ১৮ আগস্ট অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় ডোপ টেস্ট কীভাবে করা হবে, এর সক্ষমতা যাচাইসহ নানাবিধ কার্যক্রম জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল৷ কমিটির আহ্বায়ক করা হয় ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ টিটো মিঞাকে৷ অন্যরা হলেন- আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, এছাডা়ও জীববিজ্ঞান, ফার্মেসি চিকিৎসা অনুষদের ডিন এবং ক্লিনিক্যাল সাইক্লোজি বিভাগের চেয়ারম্যান এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান মেডিকেল অফিসার।

Link copied!