করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় বাংলাদেশকে সিনোফার্মের তৈরি আরও ১০ লাখ ডোজ করোনার টিকা উপহার হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। মুসলমানদের বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদ উল আজহা উপলক্ষ্যে শি জিনপিং প্রশাসনের পক্ষ থেকে এই উপহার দেওয়া হচ্ছে জানিয়েছে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস।
বুধবার (২১ জুলাই) চীনা দূতাবাস জানায়, দেশের করোনার সংক্রমণের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ উপহার হিসেবে বাংলাদেশে পাঠানো হবে। এসময় দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশের মুসলমান ভাই ও বোনদের শুভেচ।ছা জানিয়ে তাদের সুখ, শান্তি, সমৃদ্ধি সুস্বাস্থ্য কামনা করে।
বাংলাদেশ ও চীনের মধ্যকার পারস্পরিক সম্পর্ক মানবজাতির জন্য একটি যৌথ ভবিষৎ সম্প্রদায় নির্মাণে ভীষণভাবে অবদান রাখবে বলে চীনা দূতাবাস আশা করে।
দূতবাস জানায়, কোভিড-১৯ এখনও তছনছ করে যাচ্ছে, তবুও আমরা আশা ছাড়িনি। পারষ্পরিক সংহতি ও সহযোগিতার মাধ্যমে আমরা ভবিষ্যতে যে কোনো বাধাকে জয় করতে পারবো।
গত ১২ মে চীন সরকারের উপহার দেওয়া দুই দফায় ১১ লাখ ডোজ সিনোফার্মের টিকা বাংলাদেশে এসে পৌছায়। এছাড়া, চীনের সঙ্গে সম্পন্ন চুক্তি অনুযায়ি ক্রয় করা টিকাও বাংলাদেশে আসতে শুরু করেছে।