সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে উল্লেখ করে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, “দেশের কোথাও শৈত্যপ্রবাহ বা মৃদু শৈত্যপ্রবাহ নেই। আকাশ মেঘলা থাকায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।”
পূর্বাভাস অনুযায়ী, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ও নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পেতে পারে।