জুলাই ৮, ২০২৩, ১১:২৫ এএম
বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় ও শক্তিশালী অংশীদারিত্ব সম্পর্ককে আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরানের সাথে সম্প্রতি এক বৈঠকের পর বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া একথা বলেন।
বৈঠকের পর গতকাল শুক্রবার (৭ জুলাই) এক টুইট বার্তায় উজরা জেয়া বলেন, “গণতন্ত্র, মানবাধিকার, ন্যায্য শ্রম চর্চা এবং মানবিক সহযোগিতা বিষয়ে ফলপ্রসূ আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরানকে ধন্যবাদ। আমি আমাদের শক্তিশালী অংশীদারিত্বকে আরও গভীর করতে আগ্রহী।”
এদিকে, আসছে ১১ জুলাই উজরা জেয়ার নেতৃত্বে ঢাকা সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং ইউএসএইড’র এশিয়া বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর থাকবেন বলে ঢাকাস্থ মাার্কন দূতাবাস থেকে জানা গেছে।