ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৪০ কিলোমিটারের ও বেশি এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঘরমুখো মানুষ।
শনিবার ভোর থেকেই বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে টাঙ্গাইলের বাওইখোলা পর্যন্ত ৪০ কিলোমিটার এলাকাজুড়ে শত শত যানবাহন দাঁড়িয়ে আছে।
যানজটের কারণে ঘরমুখী মানুষ বিশেষ করে নারী ও শিশুদের সমস্যা বেশি হচ্ছে। গন্তব্যে যেতে দুই থেকে তিন গুণ বেশি সময় লাগছে।
বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্ট্রোল রুম জানায়, গতকালের মতো আজও সেতুর উভয় প্রান্তে যানবাহনের প্রচণ্ড চাপ রয়েছে। রাতে সেতুর ওপরেও যানজট ছিল। এর কারণে সেতুর টোল আদায় বন্ধ ছিল। তবে সকাল ৮টা থেকে সেতুর ওপর দিয়ে ধীরে ধীরে গাড়িগুলো পার হতে শুরু করেছে। কিন্তু, সেতুর উভয় প্রান্তে তীব্র যানজট অব্যাহত রয়েছে।
জেলা প্রশাসক মো. আতাউল গনি বলেন, “যানজট নিরসনে মহাসড়কে সাত শতাধিক পুলিশ দায়িত্ব পালন করছে। তারপরও যানজটে মানুষের ভোগান্তি হওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি।”