জুলাই ১৭, ২০২৩, ১০:০৮ এএম
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট নেওয়া শুরু হয়েছে। সোমবার সকাল ৮টায় শুরু হয় ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট নেওয়া। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিরতিহীনভাবে ব্যালটের মাধ্যমে পাঁচ মাসের জন্য এমপি নির্বাচিত করতে ভোট দিচ্ছেন গুলশান-বনানীর বাসিন্দারা। তবে এই নির্বাচনকে কেন্দ্র করে নেই তেমন কোনো উত্তাপ। ভোটের আমেজও খুব বেশি একটা নেই।
সোমবার সকাল ৮টা ১০ মিনিটে রাজধানীতে বনানীর বিদ্যানিকেতন স্কুলে আসেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। এখানে মোট সাতটি ভোটকেন্দ্র আছে। প্রায় ৩০ মিনিট ধরে তিনি বেশ কয়েকটি ভোট কক্ষ পরিদর্শন করেন।
সকাল ৮টা ১০ মিনিট থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত একটি কক্ষে দুটি ও কয়েকটি কক্ষে একটি করে ভোট পড়ে। বাকি কক্ষগুলোতে একটিও ভোট পড়েনি। ওই সময়ে নৌকা প্রতীক ছাড়া কারও এজেন্টও পাননি তিনি।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ভোটার উপস্থিতি কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করেন।
এসময় তিনি আরও বলেন, কোনো এজেন্ট যেন বুথে না ঢুকে সে জন্য সতর্ক করা হয়েছে। আমরা নির্বাচন ভবন থেকে সিসি ক্যামেরায় ভোট মনিটরিং করব।
প্রসঙ্গত, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে মোট ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এর মধ্যে স্থানীয় ভোটাররা অন্যতম তিন প্রার্থীকে এগিয়ে রাখছেন। আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক মোহম্মদ এ. আরাফাত, স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলম এবং জাতীয় পার্টির প্রার্থী সিকদার আনিসুর রহমান। তাদের তিনজনের মধ্যে মূল প্রতিযোগিতা হবে বলে ধারণা করছেন ভোটাররা।
অপর প্রার্থীরা হলেন- জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. তারিকুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন।
ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি ভোটকেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে মোট ভোটার তিন লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৫৮০ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৭১ হাজার ৬২৫ জন ও নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৫৮০ জন। মোট ১২৪টি ভোটকেন্দ্রের অধেীনে ৬০৫টি ভোটকক্ষে ভোট নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শুন্য হওয়া ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। চলতি বছরের ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।